এই ক্যাম্পেইনে অংশগ্রহনের পূর্বে নিয়ম ও শর্ত গুলো ভাল করে বুঝে নিন।
নিয়মঃ
* কুপন কার্ডের ছবি তুলে আমাদের ফেসবুক পেজে ম্যাসেজ করে পাঠিয়ে দিন।
* আমাদের ফেসবুক পেজটি লাইক দিন বা ফলো দিন।
শর্ত সমুহঃ
- প্রত্যেক কুপন কার্ডে নিশ্চিত ৫০ টাকা ডিস্কাউন্ট পাবেন।
- ১ জন সর্বোচ্চ ১০০ টাকার ১ টি ভাউচার পাবেন। ৫০০ জনকে মোট ৫০ হাজার টাকার টাকার ভাউচার দেওয়া হবে। ১ জনকে বা প্রত্যেককে ৫০ হাজার টাকা দেওয়া হবে না। প্রতি সপ্তাহে ৫০০ এর অধিক কুপন কার্ড বিতরণ করা হলে বা বিতরণ সাপেক্ষে লটারির মাধ্যমে ৫০০ জনকে ১০০ টাকার ভাউচারের জন্য নির্বাচিত করা হবে।
- এই পুরস্কার শুধুমাত্র আমাদের ফেসবুক পেজের ফলোয়ার হলে পাবেন এবং ব্যবহার করতে পারবেন।
- এই পুরস্কার শুধুমাত্র আমাদের kitabooka.com ওয়েবসাইটে কেনাকাটার জন্য এবং একটি বিল পরিশোধের জন্য একটি কুপন কার্ড ব্যবহার করতে পারবেন।
- কিতাবুকা ডট কম থেকে বই কিনলে বই হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন এবং কুপন কার্ডের প্রাপ্ত ডিস্কাউন্টের টাকা ব্যবহার করতে পারবেন।
- এই কুপন কার্ড শুধুমাত্র সিরাজগঞ্জ জেলায় ব্যবহারের জন্য প্রযোজ্য।
- নির্দিষ্ট সময়ের পর কুপন কার্ডের মেয়াদ বাতিল করা হবে। মেয়াদ বাতিলের সময় এবং তারিখ ফেসবুক পেজে পরে জানানো হবে।
- kitabooka.com কর্তৃপক্ষ কোন জবাবদিহিতা ছাড়াই যেকোন সময় এই পুরস্কার পরিবর্তন বা বাতিল করার সর্বস্বত্ব সংরক্ষণ করেন।