তোমার চোখ সব দেখে না, ঈগল তোমার চেয়ে বেশি দেখে। তোমার কান সব শোনে না, বাদুড় তোমার চেয়ে বেশি শোনে। তোমার ঘ্রাণশক্তি প্রখর না, তোমার জানা পারফেক্ট না। খুলিকাল ইনসানু দ্বয়ীফা। তুমি দুর্বল। তুমি দেখ শুধু নিজেকে। আর এই নিজেকে দেখতে গিয়ে, নিজের উপাসনার বেদীতে তুমি কুণ্ঠিত হও না বলি দিতে কোনকিছুই। তোমার সিদ্ধান্ত শুধু নিজেকে ঘিরে , আর আমার সিদ্ধান্ত সবাইকে কেন্দ্র করে। তুমি চাও সমতা, আর আমি দেই সুষমতা। তুমি চাও সাম্য, আর আমি দেই ভারসাম্য। আমার সিদ্ধান্ত সর্বাঙ্গসুন্দর, তোমার মত স্বার্থপর সিদ্ধান্ত আমি নেই না।
অতএব আমার দাসত্বে এসো, আমি কারো ওপর জুলুম করি না। তুমি জুলুম করে ফেল, তোমার আত্মকেন্দ্রিক সিদ্ধান্ত আমার সৃষ্টির মাঝে বিশৃংখলা করে ফেলে, লা তুফসিদু ফীল আরদ্বি বা'দা ইসলাহিহা। আমার করা ব্যালেন্স-এ তুমি ইমব্যালান্স করে ফেল। নিজের উপর জুলুম করে ফেল, পরিবার-সমাজ-দেশ-প্রাণিকুল সবার উপর তোমার এই জুলুম প্রভাব ফেলে। কখনো অল্প অল্প করে এই ইমব্যালেন্স ঘনীভূত হয়। বেশি হয়ে গেলে একটা সমস্যা আকারে সেটা দেখা দেয়। তুমি বোঝো না, টের পাওনা। কিন্তু আমি জানি, আমি দেখি, কোন কিছু আমার নজর এড়ায় না। এজন্য তুমি নিজের দেখাকে আমার দেখার কাছে সমর্পণ কর, তোমার শোনাকে আমার শোনার কাছে মিটিয়ে দাও, তোমার জ্ঞানকে আমার জ্ঞানের কাছে বিলীন কর। কারণ, আমি যা জানি তা তুমি জানো না।
ডাবল স্ট্যান্ডার্ড-২ থেকে কিয়দংশ।
Add your review
Your email address will not be published. Required fields are marked *
Please login to write review!
Looks like there are no reviews yet.