আল্লাহর সৃষ্টি-জগতের মাঝে সম্মানিত এক সৃষ্টি হলো ‘ফেরেশতা’। আমাদের রিযিক, হায়াত-মাউত, কিয়ামাত—এমনকি ওহী আদানপ্রদানের ক্ষেত্রেও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ব্যবহার করেন। ফেরেশতাদের উপর বিশ্বাস রাখা আমাদের ঈমানের অঙ্গ। তবে সাধারণত আমরা তাদের সম্পর্কে খুব কমই জানি। আর বাংলাভাষায় ফেরেশতাদের নিয়ে রচিত তেমন কোনো নির্ভরযোগ্য দলিলসমৃদ্ধ গ্রন্থ বা রিসোর্সও খুবই অপ্রতুল—যার মাধ্যমে ফেরেশতাদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এই শূন্যস্থান পূরণের প্রচেষ্টা থেকেই আমাদের এই সংকলন— ‘প্রধান চার ফেরেশতা’।
বক্ষ্যমাণ এই গ্রন্থটিতে ফেরেশতাদের সম্পর্কে আমাদের আকিদা, তাদের পরিচয়, কর্মবন্টন, বিখ্যাত ফেরেশতাদের নাম ও পরিচয় ইত্যাদি আলোচনা করা হয়েছে। প্রধান চার ফেরেশতার মধ্যে সবচেয়ে বিস্তৃত আলোচনা হয়েছে জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে। কুরআন ও হাদিসের আলোকে তুলে ধরা হয়েছে তার পরিচয়, বিভিন্ন নবীদের সাথে তার সংশ্লিষ্টতার ঘটনাবলি। স্বল্প পরিসরে ফেরেশতাদের সম্পর্কে জানতে বইটি হবে একটি চমৎকার উৎস, ইন-শা-আল্লাহ।
Add your review
Your email address will not be published. Required fields are marked *
Please login to write review!
Looks like there are no reviews yet.