ধৈর্যই সাফল্যের সোপান; কষ্টই ডেকে আনে সুখ; কঠিনের পরেই সহজ—জগতের এই তো রীতি। কোন ধন-জন কিংবা উপায়-উপকরণ ছাড়াই সবর বান্দার জীবনে নিয়ে আসে আসমানি নুসরত। শরীরের জন্য মাথা যেমন, সাফল্য লাভে ধৈর্যের ভূমিকাও তেমন ।
সবর এমন এক তলোয়ার, যা ভোঁতা হয় না। এমন তেজি ঘোড়া, যার গতি শ্লথ হয় না; এমন সৈনিক, যে হারে না; এমন প্রাচীর যা ধসে পড়ে না। আর ধৈর্য ও সাহায্য—তারা দুই সহোদর।
আর নিয়ামতের শোকর বান্দার বন্দেগি, দাসত্বের মহিমা—আলোর পথের পরম পাথেয়। তাই শোকরের নিয়ামত দুনিয়ার জীবনে প্রশান্তির ঝরনাধারা আর আখিরাতের জীবনে কামিয়াবির আগাম পয়গাম।
রবের শোকর বান্দার মনে পরিশুদ্ধি আনে। ঝেটিয়ে বিদায় করে অন্তরের যত হীনতা, দীনতা ও সংকীর্ণতা। শোকরের বারি বর্ষণে মন থেকে ধুয়ে মুছে যায় দুনিয়ার যত লোভ, যত লালসা। রবের মারিফত ও মুহাব্বতের বীজ বপনের উপযোগী হয়ে ওঠে হৃদয়ের জমিন।
ঈমানের এই দুই শাখা: সবর ও শোকর নিয়েই এবারের ব্যতিক্রমধর্মী আয়োজন ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রহ. রচিত عُدّةُ الصّابِرِيْنَ وَذَخِيْرَةُ الشّاكِرِيْنَ গ্রন্থের সরল বঙ্গানুবাদ—সবর ও শোকর : পথ ও পাথেয়।
কুরআন, হাদিস, সালাফের অমূল্য বাণী, প্রামাণ্য ফিকহি মাসায়েল এবং জীবনপথের অসংখ্য উৎকৃষ্ট পাথেয় দিয়ে থরে থরে সাজিয়ে তোলা হয়েছে বইয়ের ভেতরের গোটা দৃশ্যটি। সবর ও শোকরের প্রকার ও প্রকৃতির আলোচনা এসেছে বেশ গুরুত্বের সাথে। ‘কৃতজ্ঞ ধনী উত্তম, না ধৈর্যশীল গরীব’ শীর্ষক শিরোনামে স্থান পেয়েছে প্রাণবন্ত এক বিতর্ক। কুরআন, হাদিস ও সালাফের পেশ করা বিভিন্ন উপমা ও দৃষ্টান্ত দিয়ে নশ্বর পৃথিবী ও পার্থিব জীবনের আসল মর্ম উদঘাটনের প্রয়াসও চালানো হয়েছে সফলভাবে।
দুনিয়া কখন নিন্দিত, কখন নন্দিত; কোন বস্তুটি আল্লাহর নৈকট্য লাভে সহযোগিতা করে আর কোনটি তাঁকে ভুলিয়ে দেয়; দুনিয়ার মোহে পড়ে মানুষ কীভাবে ধ্বংস হয় আর জীবনকে কাজে লাগিয়ে মানুষ কীভাবে পায়ে পায়ে সৌভাগ্যবানদের কাতারে এসে দাঁড়ায়?—ইত্যাকার সব মূল্যবান বিষয় জানতে চলুন বইয়ের ভেতরে ইবনে কাইয়িম-এর কালজয়ী দরসে…
Add your review
Your email address will not be published. Required fields are marked *
Please login to write review!
Looks like there are no reviews yet.