মানুষ যেসব স্বপ্নের জগৎ নির্মাণ করতে চায়, তার মধ্যে সবচেয়ে স্বপ্নীল জগৎ হলো সন্তানকে স্বপ্নের মতো করে গড়ে তোলা।সন্তানকে যথাযোগ্যভাবে গড়ে তোলা মানে নিজেকে অমর করে রাখা-পরিবারে, সমাজে ও আদর্শে। এজন্য একজন পণ্ডিত বলেছিলেন, ‘আমি চিরবিদায় নিচ্ছি না। আমার সন্তানের মাঝে আমি বেঁচে থাকব বহু দিন।’ সঙ্গত কারণেই সন্তানের চোখে ভবিষ্যতের সুন্দর-ঝলমলে স্বপ্ন দেখেন বাবা-মা।সুসন্তান বাবা-মায়ের জন্য দুনিয়া-আখেরাতে বয়ে আনে সুনাম-সফলতা-সুখ। সন্তান বাবা-মায়ের জীবনের শোভা ও সৌন্দর্য; পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। কুরআন বলছে, ‘সম্পদ ও সন্তান পার্থিব জীবনের সৌন্দর্য।’ (সুরা কাহাফ : ৪৬)শিক্ষা-দীক্ষা ও সুন্দর প্রতিপালন সন্তানের ভবিষ্যৎ নির্মাণ করে। তাই এক্ষেত্রে মা-বাবা ও অভিভাবকদের অনেক বেশি সচেতন ও যত্নশীল হতে হয়। সুশিক্ষা ও সুন্দর প্রতিপালন নিশ্চিত করতে পারলেই একজন শিশু হয়ে ওঠে আদর্শ ব্যক্তি; পরিণত হয় পরিবার, দেশ ও জাতির সম্পদে। আদর্শ সন্তান গঠনের দীপ্ত নির্দেশিকা হিসেবে লাগবে আমাদের এ বই।
Add your review
Your email address will not be published. Required fields are marked *
Please login to write review!
Looks like there are no reviews yet.