অশ্লীলতা একটি জাতিবিধ্বংসী পাপ। গ্লোবাল সিস্টেমের এই যুগে অশ্লীলতার অন্যতম হাতিয়ার হচ্ছে ‘তাবাররুজ বা অপাত্রে সৌন্দর্য-প্রদর্শন’। এটি ইসলামি সংস্কৃতির সাংঘর্ষিক হওয়ার সাথে সাথে আমাদের দেশীয় কালচার বা সংস্কৃতিরও বিপরিতমুখী অপসংস্কৃতি। জাহেলি এই সংস্কৃতি আজ আমাদের তরুণ বিশেষত তরুণীদের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। ফলত সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, ধর্ষণ, যিনা-বেবিচার ও নানারকম অপকর্ম ধুলোকণার ন্যায় ছড়িয়ে পড়েছে। নবপ্রজন্ম নিজের ধর্মকর্ম, সমাজ-সংস্কৃতি বিসর্জন দিয়ে এই বিজাতীয় ধ্বংসাত্মক অপসংস্কৃতিতে মেতে উঠেছে। আধুনিক মিডিয়ার কল্যাণে কেউ কেউ আগ বেড়ে তাবাররুজকে কথিত হালাল ইনকামের মাধ্যম বানিয়ে নিয়েছে। মোটকথা জাতি আজ তাবারুজের অপসংস্কৃতির প্লাবনে ভেসে যাচ্ছে। কাজেই খুব জরুরি ছিল, আধুনিক প্রজন্মকে এর ভয়াবহতা তুলে ধরে শরয়ি বিচারে এর হুকুম ও পরিণাম বাতলে দেওয়া। বরাবরের মতোই উম্মাহকে এই বিষয়ে সঠিক দিকনির্দেশনা ও অশ্লীলতাবিরোধী যুদ্ধে উদ্বুদ্ধ করতে সিজদাহ পাবলিকেশন ‘সৌন্দর্য প্রদর্শন’ নামক বই নিয়ে হাজির হয়েছে। এটি সিজদাহ পাবলিকেশনের অশ্লীলতাবিরোধী সিরিজ—অশ্লীলতার কাছেও যেয়ো না-এর প্রথম বই। এই বইয়ে বিজ্ঞ লেখক তার শানদার গোছালো উপস্থাপনার মাধ্যমে অপাত্রে সৌন্দর্য-প্রদর্শনের ভয়াবহ ক্ষতি ও কারণ তুলে ধরার পাশাপাশি দরদি মালির মতো এর থেকে বেঁচে থাকার পথ-পদ্ধতিও বলে দিয়েছেন। আশা করি বইটি বর্তমান মুসলিম সমাজের জন্য উপকারী হবে ইনশাআল্লাহ।
Add your review
Your email address will not be published. Required fields are marked *
Please login to write review!
Looks like there are no reviews yet.